Legal Documentation Journey of Entrepreneurship

এই কোর্সটি শেষে একজন এসএমই উদ্যোক্তা/ হবু উদ্যোক্তা তার ব্যবসা কিভাবে সঠিক ল্যিগ্যাল ডকুমেন্টশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করতে হয় তা জানতে পারবেন । এছাড়া যারা ব্যবসা করছেন তারাও এই কোর্স টি দেখে তাদের ব্যবসার ভিত্তি সঠি আছে কিনা তা যাচাই করে দেখতে পারবেন ।

5 hours 63 Enrolled No ratings yet All Levels

“শিল্প-বাণিজ্যের উন্নতি না করিতে পারিলে জাতির পতন যেমন অবশ্যম্ভাবী, সত্যের উপর ভিত্তি প্রতিষ্ঠিত না করিলে বাণিজ্যের পতনও আবার তেমনই অবশ্যম্ভাবী।”
বাঙালির ব্যবসাদারি – কাজী নজরুল ইসলাম।

এক গ্লাস বিশুদ্ধ পানি যেমন একজন মানুষের জীবন বাচাঁতে পারে, ঠিক তেমনি এক গ্লাস অপরিশুদ্ধ পানি একজন মানুষের জীবন কেড়ে নিতে পারে। ব্যবসার ভিত্তি যদি সঠিকভাবে শুরু না হয়, তাহলে আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়বেন এটা যেমন নিশ্চিত, ঠিক তেমনি ব্যবসার সঠিক ভিত্তি আপনার ব্যবসাকে দিতে পারে সঠিক নিরাপত্তা। আপনার ব্যবসার ভিত্তিটা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য আপনার ব্যবসার যাবতীয় Business Documentation গুলো হওয়া উচিৎ নির্ভুল এবং সঠিক। আমরা অনেক সময়ই, আমাদের Business Documentation পরে করবো, পরে দেখবো, পরে দেখা যাবে, ইত্যাদির মাধ্যমের আমাদের ব্যবসা থেকে দূরে রাখি ফলে আমাদের ব্যবসার ভিত্তি হয়ে পড়ে দূর্বল এবং অনিরাপদ।

আপনাদের ব্যবসাকে সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবেন কিভাবে, আর কিভাবে Business Documentation করলে আপনার ব্যবসা হবে নিরাপদ, সে বিষয়েই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের এই নতুন উদ্যোগ।

এখন সিদ্ধান্ত আপনার!
আপনি কি আপনার ব্যবসাকে সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে নিরাপদ রাখবেন নাকি আপনার ব্যবসাকে ভুলভাবে, ভুল ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে অনিরাপদ, ঝুকিপুর্ন অবস্থায় পরিচালিত করবেন?

আমরা আপনাদের ব্যবসাকে সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে, ভিডিও কোর্স এর মাধ্যমে সঠিক তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্যে।

কোর্সের মডিউল সংখ্যা:
আমাদের কোর্সটি ৩টি মডিউলে ভাগ করে তৈরী করা হয়েছে, মডিউল ৩টি হলোঃ
একমালিকানা ব্যবসা
যৌথমালিকানা ব্যবসা  এবং
প্রাইভেট লিমিটেড কোম্পানী ।

কোর্সের ভিডিও সংখ্যা: ৩০টি
কোর্সের মোট সময় :  ৩০০মিনিট (+-)
কোর্সের মুল্য : ৩০০০টাকা

ইভ্যালুয়েশন পদ্ধতি : কোন ইভ্যালুয়েশন পদ্ধতি নেই ।
সাপোর্ট : নিয়মিত  মাসিক ফ্রি সেমিনার এবং ডেডিকেটেড পারসন

কোর্সের  ভিডিও বিস্তারিত  :
ভুমিকা :
ভিডিও # ০১ –  Course Introduction;কোর্স  সম্পর্কে ধারনা;
ভিডিও # ০২ – ব্যবসার মালিকানা কি হবে, বুঝবেন যেভাবে;

মডিউল নং ০১:একমালিকানা ব্যবসা:
ভিডিও # ০৩ – একমালিকানা ব্যবসার বেসিক ডকুমেন্টস/লাইসেন্স সমুহ;
ভিডিও # ০৪ – একটি একমালিকা ব্যবসা শুরু করার নিয়মাবলী;
ভিডিও # ০৫ – ট্রেড লাইসেন্স ক্যালকুলেটর;
ভিডিও # ০৬ – ব্যাংক হিসাব খোলার সময় যে, বিষয়গুলো খেয়াল রাখতে হবে;
ভিডিও # ০৭ – E-TIN বিষয়ে প্রাথমিক তথ্যাবলী;
ভিডিও # ০৮ – VAT বিষয়ে প্রাথমিক তথ্যাবলী;
ভিডিও # ০৯ – একমালিকানা ব্যবসার মালিকানা পরিবর্তন করার নিয়মাবলী;
ভিডিও # ১০ – একমালিকানা ব্যবসা বন্ধ করার নিয়মাবলী;

মডিউল নং ০২: যৌথমালিকানা ব্যবসা:
ভিডিও # ১১ – যৌথমালিকানা ব্যবসার বেসিক ডকুমেন্টস/লাইসেন্স সমুহ;
ভিডিও # ১২ – পার্টনার বাছাই এর ক্ষেত্রে সতর্কতা সমুহ;
ভিডিও # ১৩ – পার্টনারসিপ ডিড এর নমুনা;
ভিডিও # ১৪ – যৌথ কারবারী আইন ১৯৩২;
ভিডিও # ১৫ – পার্টনারসিপ ডিড Valid করার উপায় সমুহ;
ভিডিও # ১৬ – যৌথমালিকানা ব্যবসার ট্রেড লাইসেন্স করার নিয়মাবলী;
ভিডিও # ১৭ – যৌথমালিকানা ব্যবসার ব্যাংক হিসাব  খোলার সময় যে, বিষয়গুলো খেয়াল রাখতে হবে;
ভিডিও # ১৮ – যৌথমালিকানা ব্যবসার মালিকানা পরিবর্তন করার নিয়মাবলী;
ভিডিও # ০০- E-TIN বিষয়ে প্রাথমিক তথ্যাবলী; ( রিপিট ভিডিও)
ভিডিও # ০০ – VAT বিষয়ে প্রাথমিক তথ্যাবলী; (রিপিট ভিডিও)
ভিডিও # ১৯ – যৌথমালিকানা ব্যবসা বন্ধ করার নিয়মাবলী;

মডিউল নং ০৩ :  প্রাইভেট লিমিটেড কোম্পানী: 
ভিডিও # ২০ – প্রাইভেট লিমিটেড কোম্পানীর বেসিক ডকুমেন্টস/লাইসেন্স সমুহ;
ভিডিও # ২১ – প্রাইভেট লিমিটেড কোম্পানী রেজিষ্ট্রেশন করার পদ্ধতি;
ভিডিও # ২২ – প্রাইভেট লিমিটেড কোম্পানী ট্রেড লাইসেন্স করার নিয়মাবলী;
ভিডিও # ২৩ – কোম্পানী আইন ১৯৯৪;
ভিডিও # ২৪ – প্রাইভেট লিমিটেড কোম্পানীর খরচ হিসাব করার ফি ক্যালকুলেটর;
ভিডিও # ২৫ – Memorandum of Association (MoA) ও  Article of Association (AoA) এর নমুনা;
ভিডিও # ২৬ – প্রাইভেট লিমিটেড কোম্পানী রেজিষ্ট্রেশন শেষে যে ডকুমেন্টগুলো পাওয়া যাবে;
ভিডিও # ২৭-   লিমিটেড কোম্পানীর ব্যাংক হিসাব  খোলার সময় যে, বিষয়গুলো খেয়াল রাখতে হবে;
ভিডিও # ২৮ – প্রাইভেট লিমিটেড কোম্পানীর মালিকানা পরিবর্তন করার নিয়মাবলী;
ভিডিও # ০০ – E-TIN বিষয়ে প্রাথমিক তথ্যাবলী; (রিপিট ভিডিও)
ভিডিও # ০০ – VAT বিষয়ে প্রাথমিক তথ্যাবলী; (রিপিট ভিডিও)
ভিডিও # ২৯ – প্রাইভেট লিমিটেড কোম্পানীতে Foreign Director নেবার নিয়মাবলী;
ভিডিও # ৩০ – প্রাইভেট লিমিটেড কোম্পানী বন্ধ করার নিয়মাবলী;

বোনাস ভিডিও:
ভিডিও # ৩১ – প্রস্তুতকারক ব্যবসার ডকুমেন্ট/লাইসেন্স সমুহ সম্পর্কে প্রাথমিক ধারনা;
ভিডিও # ৩২ – কতটুকু ঝুকি ব্যবসার জন্য নিরাপদ।

বোনাস উপহার:
আপনি এই কোর্সটি সার্সক্রাইব করলেই পাচ্ছেন প্রয়োজনীয় ডকুমেন্টস/লাইসেন্স রিলেটেড আইন/প্রজ্ঞাপন/টুলস সমুহের আপডেটেড PDF File এর একটি বান্ডেল একসেস, সম্পূর্ণ বিনামূল্যে!

এই কোর্সে আপনি পাচ্ছেন:

৩০টি ভিডিও
বোনাস ভিডিও
ফ্রি মাসিক অনলাইন সেমিনারে অংশগ্রহন করার সুযোগ
বোনাস উপহার
একমালিকানা রিলেটেড ভিডিও
যৌথমালিকানা রিলেটেড ভিডিও
প্রাইভেট লিমিটেড কোম্পানী রিলেটেড ভিডিও
কোর্স শেষে একটি গাইড লাইন

যে কোন হেল্প এর জন্য কল করুন ০১৬১১১৯৩১৬৭ ( সকাল ১০ থেকে রাত ৮ টা )

ভিডিও কোর্স ইনস্ট্রকটর এর সংক্ষিপ্ত পরিচিতি :

মো:আমিনুল ইসলাম শাহিন, ফাউন্ডার ও পরামর্শদাতা, শাহিন’স হেল্প লাইন । তিনি একাধারে একজন এসএমই বিজনেস লিগ্যাল ডকুমেন্টেশন বিশেষজ্ঞ, লেখক, প্রশিক্ষক এবং মেন্টর । তিনি সর্বদা তার সমস্ত দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষা দিয়ে কাজ করার চেষ্টা করেন । উনার বিভিন্ন সময়ে বাংলাদেশের ৪০টিরও বেশি জেলায় প্রশিক্ষণ প্রদান  করার অভিজ্ঞতা রয়েছে ।

এই সকল কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশে এসএমই  ব্যবসা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সামগ্রীর অভাব দেখতে পান, তাই তিনি তাদের জন্য ৩টি ব্যবসা-সংক্রান্ত বই লিখেছেন, বিভিন্ন ব্লগ, অডিও, ভিডিও তৈরি করেছেন এবং আরও কাজ করে  চলছেন এবং এই ভিডিও কোর্স তারই একটি অংশ মাত্র ।

এই কাজগুলো শুধু তার জন্য একটি পেশা নয়, এই কাজগুলো তার জন্য একটি আবেগ যার মাধ্যমে তিনি ব্যবসায়ীদের স্বপ্নকে বাস্তবায়িত করতে ভূমিকা রাখতে চান।

মো: আমিনুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরামর্শক,
শাহিন’স হেল্প লাইন

Show More
৳ 3,000.00

What's included

  • ৩০টি ভিডিও
  • বোনাস ভিডিও
  • ফ্রি মাসিক অনলাইন সেমিনারে অংশগ্রহন করার সুযোগ
  • বোনাস উপহার
  • একমালিকানা রিলেটেড ভিডিও
  • যৌথমালিকানা রিলেটেড ভিডিও
  • প্রাইভেট লিমিটেড কোম্পানী রিলেটেড ভিডিও
  • কোর্স শেষে একটি গাইড লাইন

Md. Aminul Islam Shahin

Founder & Consultant

0.0Instructor Rating
63
Students
1
Courses
0
Reviews
মো:আমিনুল ইসলাম শাহিন, ফাউন্ডার ও পরামর্শদাতা, শাহিন’স হেল্প লাইন ।  তিনি একাধারে একজন এসএমই বিজনেস লিগ্যাল ডকুমেন্টেশন বিশেষজ্ঞ, লেখক, প্রশিক্ষক এবং মেন্টর । তিনি সর্বদা তার সমস্ত দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষা দিয়ে কাজ করার চেষ্টা করেন । উনার বিভিন্ন সময়ে বাংলাদেশের ৪০টিরও বেশি জেলায় প্রশিক্ষণ প্রদান  করার অভিজ্ঞতা রয়েছে । এই সকল কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশে এসএমই  ব্যবসা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সামগ্রীর অভাব দেখতে পান, তাই তিনি তাদের জন্য ৩টি ব্যবসা-সংক্রান্ত বই লিখেছেন, বিভিন্ন ব্লগ, অডিও, ভিডিও তৈরি করেছেন এবং আরও কাজ করে  চলছেন এবং এই ভিডিও কোর্স তারই একটি অংশ মাত্র । এই কাজগুলো শুধু তার জন্য একটি পেশা নয়, এই কাজগুলো তার জন্য একটি আবেগ যার মাধ্যমে তিনি ব্যবসায়ীদের স্বপ্নকে বাস্তবায়িত করতে ভূমিকা রাখতে চান।
View Details